বৃষ্টি পড়ছে পড়ুক না
না হয় ভিজলে আজ তুমি স্থির কাক ভেজা,
সন্ধ্যা নামছে নামুক না
পথ হারিয়ে না হয় হোক ভিন্ন পথ খোঁজা।
ঠান্ডা লাগছে লাগুক না
উষ্ণতা পেতে না হয় হোক আজ কাছে আসা,
বড্ড ভয় করছে করুক না
না হয় কেউ দেখল আজ আমাদের নিবিড় ভালোবাসা।
পথটা আজ দীর্ঘ হচ্ছে হোক না
না হয় বাড়ি ফিরতে কেটে গেল আজ অনেকটা সময়,
দুরু দুরু কাঁপছে বুক কাঁপুক না
না হয় আমায় কাছে পেয়ে উপেক্ষা করলে সকল ভয়।
কেউ উদ্বিগ্নতায় বসে আছে থাকুক না
না হয় তুমি কিছুক্ষণ থাকলে আজ কাছে আমার,
রাতটা গভীর হচ্ছে হোক না
না হয় একটা সুন্দর সকালের প্রতীক্ষা হোক আবার।
কেউ হিংসা করছে করুক না
না হয় জড়ালাম না কোন আলগা কথার উত্তাপে,
কেউ নিন্দা করছে করুক না
না হয় আমরা হারালাম না কোন গর্হিত পাপে।
জানি, এর পরও তুমি ভালোবাসায়
ভাল লাগার অভাব করবে বোধ,
প্রেম থেকে পরিণয় হলেই কেবল
এমন চাওয়ার থাকে না প্রতিরোধ।
থাক আত্মমর্যাদাটুকু তোমার থাকুক না
না হয় তাকে সম্মান দেখানোই হোক প্রকৃত ভালোবাসা,
কাছে পেতে প্রতিক্ষা বাড়ছে বাড়ুক না
না হয় থাকব আজীবন পথ চেয়ে-
হৃদয়ের উত্তেজনা শিখুক কামনার ভাষা।