প্রণোদনায় জীবনের সলতে উসকে দিয়ে আর একটু
বেঁচে থাকার প্রয়াস, আর একটু প্রকৃতিকে ভালোবাসতে
চাওয়ার উদম্য ইচ্ছা। আর তোমাকে আরও একটু কাছে
পেয়ে বিগত স্মৃতির নক্সিকাঁথায় হাত পা ছড়িয়ে উদোম
হোয়ে শুয়ে থাকার ইচ্ছা।
ইচ্ছে তো করে যৌবনে সুদূর যে পাহাড়ের চূড়ায় বসে
কোমল মেঘেদের ছুঁয়ে ছুঁয়ে দেখতাম, কখনো তাতে চড়ে
ভাবনায় কতবার ভেসে ভেসে যেতাম তোমার আঙ্গিনায়
বৃষ্টি হোয়ে ঝরে যেতে কতবার। বড্ড ইচ্ছে করে আবার
বৃষ্টি হয়ে ঝরি অসীম তোমার উরুর মোহনায়।
এখনো সেই পাহাড় ডাকে, কোমল মেঘ বালিকারা ডাকে।
অথচ তারা অনেক দূরে অথবা আমি অনেক নীচে।
তাই ইচ্ছে থাকলেও পারি না তাদের কাছে যেতে।তবে
তোমাকে কাছে পাওয়ার স্বাদ আজও অবিচ্ছিন্ন এবং শ্বাশত।
তাই আমি এখন বুকের মধ্যেই ধারণ করে নিয়েছি
সুউচ্চ পাহাড় আর মেঘ বালিকাদের।