আমার মনের মধ্যে এখন এক
বাঈজী নাচে,
           বাঈজী নাচে,
                       বাঈজী নাচে,
চন্দ্রচূড় নূপুরের শব্দ তুলে বিরতিহীন।


প্রথম রাত্রির শতরঞ্জিতে বসা
কিশোরী চাঁদ কাত হয়ে চেনা মদ
ঢালে
           ঢালে
                      ঢালে
         আমার স্বচ্ছ শূরার পাত্রে।


আমি বুঁদ হোয়ে থাকি।
একা
            একা
                        একা
কথা বলি নিজের সাথে,
নূপুরের তালে তালে রাত হয় গভীর।


তারপর যখন জেগে উঠি-
দেখি আমার সঙ্গীহীন বিছানা কষ্টের
বমি মেখে
              বমি মেখে
                           বমি মেখে
উপহাস করছে আধুনিক সমাজকে।