বগাপাখি, ও বগা-বগী পাখি,  
তোমার কি নেই কোন হলিডে?
তুমি আজ অস্থির নাকি
মৎস নেই তোমার থলিতে?

জানি না তোমার হলিডে কবে
কবে থাকো তুমি অলসে,
হলিডে সময় কাটাও কি ভাবে-
এ কথা শুনে বগী মুচকি হাসে।

বগী বলে- ও সোনামণি
আমাদের কি আছে আর হলিডে,
ছোট্ট বাসা আছে, যেথা বটগাছখানি
তোমাদের পাড়ার শেষ গলিতে।

সেথা আমি আর দুটো ছানা
আমরা থাকি পরম সুখ,
হলিডে আমাদের নেইকো সোনা
তাহলে যে খাদ্য জুটবে না মুখে।

ওমা! তাহলে আব্বু যে থাকে বাসায়
সে তো যায় না একদিন অফিসে,  
অফিসের কথা বলে শুধু ঘুমাতে চায়
ঘুম থেকে উঠে খায় কফি সে।


মাথা দুলিয়ে বলে বৃদ্ধ বগা-বগী,
আব্বু আর কিচ্ছু বুঝি করে না!
কাজের লিস্ট নিয়ে আম্মুর ভাগাভাগি-
একটু মনে করে দেখো তো সোনা।


আম্মু আব্বুকে দিচ্ছে খালি তাড়া
আব্বুর মুখটা ভীষণ বেজার,
জিনিস পত্রের লিস্টে হচ্ছে দিশেহারা
তবুও থলে হাতে যাচ্ছে বাজার।

সন্ধ্যায় বিয়ে কিংবা কারও বার্থডে
যেতে হবে নইলে নেই আর রক্ষে!
আব্বু ভাবেন এ কেমন হলিডে
মনে মনে থাকেন খুব দুঃখে।

কী জানি বাবা, বলত আচ্ছা-
তোমাদের বার্থডে পালন হয় না?
কেকের জন্য কাঁদে না তোমাদের বাচ্চা!
গিফটের জন্য করে না তারা বায়না।

বগা-বগী অমনি করে চোখাচোখি
ক্ষনে ক্ষনে হাসে মুচকি মুচকি,
গলায় কাশি দিয়ে বলে বগাপাখি
এখন বুঝবে না সোনা তুমি বড্ড পুচকি।

বড় হলে বুঝবে আব্বুর কাছে এখন
হলিডে, বার্থড, হোলিডে সব সমান,
হলিডেতে নেই ছোট্ট বেলার সে মন
প্রতিদিন বেঁচে থাকাই আসল প্রমান।

তাই আমাদেরও নেই হলিডে কোন
ও সব নিয়ে নেই একটুও কষ্ট,
নিত্য খেয়ে পড়ে বাঁচি তাতেই ধন্য
করি না ক্ষতি, করিনা কারও ধন অনিষ্ট।  

ও বগাপাখি, তুমি চুপ করে আজ রাত্রে
আমাকে দেবে জ্যান্ত একটা পুঁটিমাছ?
আমি রাখব তা স্বচ্ছ কাঁচের পাত্রে-
খেলব তার সাথে বিড়ালের নাচ।

তোমরাও থাকবে সাথে উঁচিয়ে মাথা,
পুঁটিমাছ করে যদি বেজায় দুষ্টুমি,
আমার হয়ে বলবে শাস্তির কথা-
সে বড় হলে দেব না কোন জলভূমি।  

কেন ও কথা বলছ সোনামণি?
বড় হলে মাছটা হবে কি কারও খাদ্য,
দিতে পারি এনে পুঁটিমাছ একখানি-
তবে সে মরে গেলে কষ্ট পাব বড্ড।

আমরা মাছ খাই জলাশয়ের পাশে
কিন্তু কোন মাছ খাই না যা পোষা,
তোমরা মানুষগুলো বেশ সর্বনেশে
পোষা জীব খাওয়াই যেন তোমাদের নেশা।

কেন ও কথা বলছ ধরেছি বলে বায়না,
মানুষ কি আসলেই এত মায়াহীন নিষ্ঠুর?
তাহলে আমার খাঁচায় পোষা যে ময়না
তাকেও কি আমি ভেজে খাব কুড়মুড়।

প্লীজ আমাকে এত নিষ্ঠর ভেব না,
জানি- মানুষ খায় পোষা মাছ মুরগী ছাগল,
ও সব দেখে আমার একটুও ভাল লাগে না
তাই বলে আমি সবার মত নইকো পাগল।

খাঁচার শক্ত বাঁধন খুলে ছেড়ে দেব আমি
আজই পোষা ময়নাকে মুক্ত নীল আকাশে,
এমন ভাল লাগাই এখন সব চেয়ে দামী
তারও থাকবে না হলিডে মেলবে পাখা সে।

বগাপাখি, ও বগা-বগী পাখি
তোমরা আমাকে দিলে সুন্দর একটা মন,
যত আছে আমার খেলার সাথী, সখা-সখি
সকলকে তোমাদের কথা বলব এখন।