অচিনপুরের অচেনা পথ
ভাসছে এখন ঝাপসা চোখে,
পথের মোড়েই কাঁদছি বসে
বয়স বাড়ার কষ্ট শোকে।
পথের দিশা পাচ্ছি যখন
দেখছি তখন শরীরে নেই বল,
হাত চলে না পা চলে না
এখন শুধু মনটুকুই সম্বল।
সেই মননের গভীর জলে
হাবুডুবু কাটছি সাঁতার,
কূল পাইনা বেভুল আমি
পথের মোড়েই নামছে আঁধার।
পেছন ফিরে দেখি আমি
পথের সাথী নেই তো কেউ,
সম্মুখের দীর্ঘ অচিন পথে
শূণ্য কায়ার আলগা ঢেউ।
এ পথ কভু হয় না শেষ
তবু পথেই অন্ত হোক হাঁটা,
সেই ভাল হাঁটছি তোমার দিকে
কেউ না যেন হয় পথের কাঁটা।
এ ভাবেই একদিন তোমার কাছে
পৌঁছে যাবে আমার দেহ,
শূন্যে তোমার আস্তানার শেষে
হোক আমার নীরব গৃহ।