এ যে সুখের অপেক্ষা আমার
তোমার চলার পথে ক্লান্তিহীন দিনে রাতে
তোমায় দেখব বলে চেনা অচেনা ছলে
এসে দাঁড়িয়েছি বার বার।
এ যে আমার সুখের ভাবনা
কোন এক নিভৃতে একাকি দাঁড়িয়ে মুখোমুখি
বলব তোমায় ভালোবাসি খুব খু-উ-ব বেশী
যতটুকু প্রসারিত হয় স্বপ্নের ডানা।
এ যে আমার আমৃত্যু স্বপ্নসুখ
ছোট্ট আমার বাবুই ঘরে নেব তোমায় আপন করে
অনন্ত মুখোমুখি দু’জনাই দু’জনাতে সুখি
প্রেমের মোহনায় লীন হবে দুটি বুক।
এ যে আমার অলুক্ষনে সংশয়
এক তরফা ভালোবেসে কি জানি কি হয় শেষে
সেই ভাবনার জ্বরে প্রেম যেন যাচ্ছে মরে
ভাবছি কি হয় কি জানি কি হয়।
তবুও এ যেন আমার আজন্ম চাওয়া
আমার এ মুর্খ প্রতিক্ষা যদি কর উপেক্ষা
তোমায় ভালবাসতে একটিবার কাছে আসতে
মেনে নিও ক্ষণ যায় যদি খোয়া।