অনেক বড় এক কবিতা লিখা হয়েছিল। তাই বেশ কয়েকটা পর্বে প্রকাশ করতে হল। আজ শেষ  পর্ব পাতায় দিলাম।  আবৃতির ঢঙয়ের জন্য মুখটুকু দুটো স্তবকের পরে পরে  দিয়েছি। তোমরা ধৈর্য্য ধরে পড়ে সুন্দর সুন্দর মন্তব্য করেছ এ জন্য আবারও অসংখ্য ধন্যবাদ ...
..................................................................................
আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,  
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।

নাও শব্দ শহীদ মিনার স্মৃতিসৌধ শিখা অনির্বান,
মুক্তিযুদ্ধ গনতন্ত্র স্বাধীনতা,
চেতনার গান গল্প কবিতা-
সুন্দরের কলমে উঠুক গড়ে সভ্যতার শত বাগান।

এ দেশের কবিয়াল জারি সারি মুর্শীদ বাউল,
ভাওয়াইয়া ভাটিয়ালি পল্লীগিতী,
আব্দুল আলীম আব্বাস কুদ্দুস বয়াতি-
গানের পাখির শব্দ সুরে চিনতে হয় না ভুল।

আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,  
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।

বিশ্ব চরাচরের শব্দ আছে মুগ্ধ নৈসর্গীক,
মৌমাছি ফড়িং ফুল ফল পাখি,
ঝিঁঝিঁ পোকা ব্যাঙয়ের ডাকাডাকি-
ছোট বড় মাঝারি নানান বর্ণ প্রাসংগিক।  

শব্দ নেই শুধু যদি চাও আল্লাহ’র আকার,
সবখানেই সে যে বিরাজমান,
হে অদৃশ্য রহিম রহমান-
তুমি শব্দ দিয়ে শব্দে মেলাও শব্দহীন একাকার।  

আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,  
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।  [সমাপ্ত]