আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।
কি নিয়ে লেখার জন্য কাঁদছে মন,
কোথায় দাঁড়িয়ে শুন্যতা,
ভালবাসে না যারা কবিতা-
তাদের এড়িয়ে সম্মুখে দেখ পথ অনুক্ষণ।
কবিতা ভালবাসতে কবি হতে হয় না,
লাগে হৃদয় বোধের কাঁপন,
না হলে কবিতা হয় না আপন-
সম্পদের জৌলুশে কভু কবিতা প্রেম সয় না।
আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।
যদি চাও বর্নিল শব্দমালা বাংলা ষড়ঋতুর,
শীত শরৎ হেমন্ত,
গ্রীষ্ম বর্ষা আর বসন্ত-
চাইলে পাবে শব্দ সাহসের কিংবা ভিতুর।
দেশ বিদেশের শব্দমালা আছে ভুরি ভুরি
থাকি না কেন স্বদেশ কিংবা বিদেশ,
প্রবাস নিয়েও শব্দ আছে বিশেষ-
সেই শব্দের যাদুতে সবার মনটা হবে চুরি।
আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।