অনেক বড় এক কবিতা লিখে ফেললাম। তাই বেশ কয়েকটা পর্বে প্রকাশ করতে হচ্ছে। আজ প্রথম পর্ব-১। আবৃতির ঢঙয়ের জন্য মুখটুকু দুটো স্তবকের পরে পরে দিয়েছি। আশা করি পড়তে ভাল লাগবে। অবশ্য তোমাদের মন্তব্যই বলে দেবে কেমন লাগল।
....................................................................................
আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।
এই ধরো প্রকৃতি নিয়ে নানান শব্দ গুচ্ছ,
গাছপালা টিলা পাহাড়,
নদীনালা সাগর আর-
নানান রঙয়ের প্রজাপতি পাখিদের পুচ্ছ।
মাঠের ‘পরে দোল খাওয়া উতল বাতাস,
ছায়ায় ঘেরা ছোট্ট সবুজ গ্রাম,
মায়ায় ভরা কত রকম নাম-
এ যেন নানা ধর্মের তীর্থে গড়া আবাস।
আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।
যদি চাও শব্দমালা ভালবাসার,
প্রেম-প্রীতি কিংবা বিরহ,
সুখ-দুঃখ নিত্য অহরহ-
হাসি-কান্না কিংবা অন্তর জ্বালার।
আমি এক নিমিষে দিতে পারি তা,
যদি চাও ভাসতে মননে,
শব্দ না মিলুক চিন্তা খননে-
আমার কাছে শব্দ আছে শব্দের নামতা।
আমি হরেক শব্দ বেচাকেনার হকার।
শব্দ নেবে ভা--ই শব্দ,
চলবে তা হাজার বঙ্গাব্দ-
গল্প গদ্য রচনা কিংবা কবিতা লেখার।