আমার দুর্বল হালের নাও
যাওরে বাইয়া যাও পশ্চিমে,
যেথা নবী আমার শুয়ে আছেন
শাতিল আরব নিঃসীমে ।।
যদি না লাগে নায়ের পালে হাওয়া,
তবু আনন্দে হোক উজানে বৈঠা বাওয়া।
সম্মুখে পথ যতই থাকুক পড়ে,
বৈঠা মার; মার বৈঠা জোরে।
ভিড়াও নৌকা মদিনার বন্দরে
পড়তে দরুদ মুহাম্মদের নামে ।।
পড়লে ঝড়ে করিস নারে ভয়,
সাথে আছেন নবী আল্লাহ’র পরিচয়।
যার নামে ফেরেস্তারা দিনে রাতে
পড়ছে দরুদ আসমান মাখলুকাতে।
সে নামের সুর যপে যপে
ঈমান রাখিস পবিত্র কালামে ।।