ইয়া মুহাম্মদ-
তোমার রওজার ছবি দেখে,
কাঁদছি বসে কবে থেকে,
যাব সোনার মদিনায়।
সেই মদিনার ধূলি মেখ,
পরব নামাজ কাবার দিকে,
থাকতে বেঁচে নাও আমায়
তোমার পবিত্র রওজায় ।।
আবাবিল পাখির মত
উড়ে যেতে থাকত যদি পাখা,
আমি তোমার আকাশে
থাকতাম ভেসে,
আকাশে করতাম বাসা।
তোমার নূরের আলোয় ডুবে
পশ্চিম হতে আবার পুবে
করতাম নূরের নেশা।
আমি মাতাল হোয়ে থাকতাম পড়ে
তোমার রওজার শিক্ত আঙ্গিনায় ।।
নদীরবুকে জলের মত
চোখের জলে থাকত যদি স্রোত,
আমি আরবের সীমানায়
পেতে তোমায়
প্লাবন হতাম হাররোজ।
তোমার রওজার ধূলি বুকে
পাপ পুণ্যের হিসাব চুকে
মরণ করতাম জয়।
আমি উতলা হোয়ে থাকতাম মিশে
জমজম কূপের অকূল ধারায় ।।