ইয়া মুহাম্মদ সাল্লিওয়ালা
ইয়া মুহাম্মদ মুস্তাফা,
উছিলা তুমি রোজ হাসরে
পেতে ইলজামের শেফা ।।
তুমি সূর্য গ্রহ তারা
দিনে রাতে তোমার নামে
হয় যে দুনিয়া আত্মহারা।
তোমায় পেয়ে ধন্য হল
আরব জাহানের কু’ফা ।।
তুমি সাগর পাহাড় নদী
এই ক্বালবে যা কিছু পাই
সব কিছুই মুহাম্মদী।
তোমার ছায়ায় ঠাই দিও নবী
এই মুমিনের এক দফা ।।
তুমিই ইসলাম তুমিই ধর্ম
এই দুনিয়ায় তোমার তরে
দ্বীন উম্মাতের সকল কর্ম।
তোমার নামের দরুদ মুখে
মারহাবা ইয়া মারহাবা ।।