হে আল্লাহ্-
এ যে তোমার অশেষ নেয়ামত
বীনা মূল্যে দিয়েছ অঢেল তুমি
আলো বাতাস পানির শপথ ।।
তোমার কোন নেয়ামত
করব অস্বিকার-
দিয়েছ ফল ফুল সবুজ বন
দিয়েছ নদী নালা সাগর পাহাড়।
তোমার মাটির জমিনে খোদা
তুমিই যে রহিম রহমত ।।
তোমার কোন নেয়ামত
করব অস্বিকার-
দিয়েছ মা বাবা সুস্থ সন্তান
দিয়েছ সুখ কত শান্তির আধার।
এই আখেরাতে হামেশা খোদা
পাই যেন তোমার মুহাব্বত ।।
তোমার কোন নেয়ামত
করব অস্বিকার-
দিয়েছ রাত্রি দিনের মহিমা
দিয়েছ সকাল সাঁঝের বাহার।
এই মাখলুকাতের মজলিশে খোদা
চাই কাবা দর্শনের হিজরত ।।