হে মুহাম্মদ (সঃ)-
শুনতে কি পাও আমাদের দরুদে সালাম
এই তাসলিমার জন্যই খোদা
নাজিল করলেন মুহাম্মাদে পাক কালাম ।।
তোমার নামের তাজাল্ল্যি নবী,
আরশে হাসে নিরবোধী।
সেই নূরের মহাব্বতে
তামাম সৃষ্টি মাখলুকাতে
পড়ছে দরুদ দিনে রাতে।
ধন্য আমি উম্মাত হয়ে
পেয়েছি তোমার নূরের মাকাম ।।
তোমার নামে দিওয়ানা নবী,
নাতে রাসূল লিখছে কবি।
সেই সুরেরই মধু পিয়ে
মুহাম্মদ মুহাম্মদ বলে
সকল সৃষ্টি উঠছে গেয়ে।
জবান থাকতে দিও আমায়
তোমাকে পাওয়ার খাস্ আহ্কাম ।।