ইয়া মুহাম্মদ(সঃ)-
তোমার নামের স্নিগ্ধ সহি বদৌলতে
ভাসছে দুনিয়া, হাসছে আকাশে মিষ্টি চাঁদ
তোমার গুনের শুধা পিয়ে মদিনা উন্মাদ
সেই কাতারে মিলাও নবী মিলাও এ উম্মাত ।।
প্রিয় মদিনার পবিত্র ছবি দেখে দেখে
তোমার রোওজার ধূলো সারা গায়ে মেখে
পাপ মুক্ত হব বলে গুনছি বসে দিন,
হে নবী, তুমি তৌফিক করো হেদায়েত
অপেক্ষাতে মিলাও তোমার সাফায়েত
আখেরাতে তোমার কাউসারে করো অধীন ।।
তোমার পবিত্র নাম সারাটাক্ষন যপে যপে
রাতের হাওয়ায় শুষ্ক আমার এই জবান শপে
বুক ভাসানো কিয়াম আমি দমে দমে গাই,
হে নবী, বেহেস্ত হতে সবই তুমি শুনতে পাও
আমায় তুমি রহমতের সাগর দিয়ে ভাসাও
স্বপন মাঝেও একবার যেন তোমার দেখা পাই ।।