হে খোদা আমি অধম গুনাহ্গার
দুনিয়াদারির কারবারিতে মিশে
মাফ চাওয়া হল না এ বান্দার ।।
এক মনের মধ্যে তুমি
এত রঙ্গের দিলা কেন মন,
শক্ত কেন করলে আখেরাতে
শুন্যে ভরা খন্ড মায়ার বাঁধন।
এখন মাফ পেতে যে কাঁদব আমি
সেই সময় কি আর পাব কাঁন্দার ।।
শরিক হবেন এসে যারা
মৃত্যুকালে আমার জানাজাতে,
ছিলাম আমি বড্ড ভাল মানুষ
বলেন যদি তাদের মোনাজাতে।
সেই উছিলায় নাজাত দিও খোদা
শেষ বিচারে পুলসেরাত করো পার ।।