তোমার পায়ের শেষ চিহ্ন খুঁজি
মদিনার মুক্ত পথে পথে,
হে নবী-
তুমি কি এখনও খুঁজো বেপথ বান্দায়
হেদায়েতে মানব জমিন শ্রেষ্ঠ নূরের রথে ।।
তোমার মুখের সত্য বাণী
ভাসত যে হাওয়ার ইথারে,
সে বাণীর সুর শুনতে আমি
ছুটে যাই মদিনার পাথারে।
হে নবী-
তুমি কি আজও কাঁদছ রওজায় বসে
উম্মত উম্মত বলে নিত্য দিনে-রাতে ।।
তোমার ওযুর পানি চুমে
ফলবান হল খেজুর বাগান,
সেই ফলের মিষ্টি মধুর স্বাদে
তোমার নামে ভরছে জবান।
হে নবী-
তবুও আমি রইলাম যে গুনাহ্গার
নাজাতের সুপারিশ করো রমজানের মাগফিরাতে ।।