আল্লাহ্ তোমার নেয়ামতের
নেই যে কিনারা
জবানে তার করব তারিফ
রুদ্ধ শব্দ ভাষারা ।।
ধন্য আমায় মানুষ করে
পাঠিয়েছ এই মাখলুকাতে,
তোমার ধ্যানে মুগ্ধ যেথা
সকল সৃষ্টি দিনে রাতে।
আমিও সেই মাহ্ফিলের
জিকির শুনতে পাই ।।
তোমার নামের মিষ্টি সুরে
গান শুনতে পাই আসমান জুড়ে,
যেথা আল্লাহু আল্লাহু বলে
চন্দ্র সুর্য বেড়ায় ঘুরে।
মরণ কালে সে নাম ধরে
তোমায় ডাকতে চাই ।।