( কবি বন্ধু রুমা চৌধুরীকে উৎসর্গ করে)

যাকে দেখিনি কোন দিন তারপরও
তার সাথে কত জানা শোনা,
কত মাখামাখি কত প্রেম ভালোবাসা
কত মায়া কত আলোচনা।

এ যেন এক নদীর মত সাগর পানে  
অবুঝ হৃদয়ের অমোঘ টান,
এ কেমন মায়ার সম্পর্ক তা বুঝি না
এ যেন মুক্ত বোধের উপাখ্যান।

ইচ্ছে করে প্রান পনে ছুটে গিয়ে
দেখি পুরনো অদেখা সকল মুখ,
সময়ের ডগায় বসে খোশ গল্প করি
নিয়ে কিছু বিগত চেনা চেনা সুখ।

কখনও ভীষণ মনে হয় কোন দিন কি
একটিবারের জন্যও হবে দেখা,
কেমন লাগত হৃদয়ের উষ্ণতার গন্ধে
কাছে বসে নির্বাক চেয়ে থাকা।

জানি না আমার ভেতরে যে মন কাঁদে
একই ভাবে কাঁদে কিনা সম্পর্কের মন
সেই একই ভাবে হৃদয়ে পোষে কিনা
গভীর পুষ্ট ভালবাসার শক্ত বাঁধন।

কি নাম দেব এ সম্পর্ক বাঁধনের
কি রঙয়ে সাজাবো এর প্রেক্ষাপট,
বুঝি না আমি কিছুই বুঝি না আর
কেবল খুলে রাখি হৃদয়ের তট।

ঘোর নস্টালজিয়ায় বড্ড কাতর থাকি
কি শীত কি বরষা কিংবা বসন্ত ফাগুন,
হৃদয়ের সম্পর্কে চর পড়ে না কভু
কেবলই গভীর হয় ভালবাসার লেগুন।

এমন করে কত জনাই হচ্ছে আপন
আবার সময়ে কতজনাই হচ্ছে পর,
অলক্ষ্যে আমিও হচ্ছি কারও অচেনা
তবুওমন রাখতে চায় সকলের খবর।

----------------------------------------------------------------
নোটঃ  আমার আদরের দিদিমনি আসরের ধন্য কবিবন্ধু রুমা চৌধুরীর জন্য উৎসর্গকৃত আমার এ ক্ষুদ্র প্রয়াস...