সৃষ্টির শত রাজ্যে ঘুমাই কত স্বপ্নের এই দু’চোখ মুদে,
রাত্রির চেনা গন্ধদের মুছে ফেলি সকালের স্নিগ্ধ রোদে।
ভোরের বাতাস গায়ে মাখি পাখির কাকোলি শিহরণে,
উদ্যম আর উচ্ছলতায় মুগ্ধ থাকি সারাটা দিন সুস্থ মনে।
দিন বাড়ার সাথে সাথে মেঘেরাও যেন যায় বেড়ে,
চেয়ে দেখি আকাশ পানে পৃথিবী নিচ্ছে মেঘ কেড়ে।
সেই বরষায় ভিজে যাই আমি প্রিয়ার নরম ওড়না তলে,
বৃষ্টির সাথে কথা বলি কভু নদীর জল ধারা ব্যাকুল হলে।
বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তবুও ভেজা ভেজা কেমন লাগছে ভাল,
রোদ রোদ আর রোদ ঘাম করা ক্লান্তি বুকে যেন স্নিগ্ধ হল।
তুমি তুমি আর তুমি যেন আমার আঙ্গিনায় মেঘ বৃষ্টি রোদ,
আমি আমি আর আমি তোমার মধ্যেই আজীবন অবরোধ।