বুকের মধ্যে আটকে থাকে
এক দলা এক অন্ধকার,
মনের গড়ন কি দিচ্ছে কষে
অচেনা এক ধুনাইকার।
বুকের ছাতার হাপর টেনে
করছি বাহির দূষণ বায়ু,
তবুও দেখি দিনে দিনে
কমছে আমার জীবন আয়ু।
চোখের দৃষ্টি যাচ্ছে কমে
আলোর পথে পড়ছে ছানি,
বাঁচার মত বাঁচতে চেয়ে
টানছি আজও জীবন ঘানি।
পায়ের তলের মাটি সরে
হচ্ছে গর্ত সাড়ে তিন হাত,
আমার কষ্ট দেখে খোদা
দিও আমায় পাপের নাজাত।