চলেই যাবে যদি তবে কেন এত হৃদয়ের কাছে এসেছিলে?
বিরহই যদি দেবে তবে কেন এত অধিক ভালবেসেছিলে?
একাই থাকতে হবে যখন তখন শেখালে কেন ভালোবাসা?
স্বপ্নই যদি নেবে চুরি করে তবে মিথ্যে কেন কাছে আসা?
দুঃখই যদি পাব তবে অজানা সুখ কেন দিলে কাছে এসে?
কান্নাই যদি ভাসবে চোখে তবে সুখ কেন দিলে ভালোবেসে?
অন্ধকারেই যদি রয়ে যাব তবে দেখালে কেন আলোর পথ?
দূরেই যদি রবে তবে করেছিলে কেন কাছে থাকার শপথ?
ভাংবেই যদি সুখের ঘর তবে গড়েছিলে কেন সুখের স্বপ্ন আবাস?
কলঙ্কই যদি এঁকে দেবে তবে শেখালে কেন মেনে নিতে সর্বনাশ?
শুণ্যতাই যদি সার হবে তবে সাজালে কেন এই রুক্ষ মরুর বাগান?
যদি অশুভ শব্দই কানে ভাসবে তবে শুনিয়েছিলে কেন সত্যের গান?
আজ তবু অনেক কষ্টে তোমায় ভুলতে শিখেছি যখন
তখন পুরনো পরিচয়ে দাঁড়িয়ো না এসে সম্মুখে,
একা ছিলাম আমি ভয়ংকর এই একাই থাকব আজীবন
হোক সে পথ চলা সঙ্গীহীন স্বপ্নহীন সুখে-দুখে।