সন্ধ্যায় আঁধারের ঢেউ খেলে খেলে যায়
হৃদয়ের বিরান বেলা-ভূমিতে। নিঃশব্দ
বড্ড নিঃশব্দ, বাতাসেরা দৌড়ে যেতে যেতে
পিছন ফিরে তাকায়। ওদের চোখে আফ্সোস্
আর বিষন্নতার ছাপ। এ হয়ত আমাকে বড্ড
বেমানান লাগছে এই এমন পরিবেশে আমি
একা, ভীষণ একা এবং নিঃসঙ্গ।
কি করে ওদের বুঝাই বল- ভালোবাসার সরলি
আংগিনায় হাঁটা হাঁটি করার জন্য আমারও একটা
সুন্দর সময় ছিল। যেখানে রাঙ্গা ঠোঁটের হাসি,
কাজল বরণ চোখ, নূপুর দোলানো পায়ের আওয়াজ-
প্রান উজাড় করে উপভোগ করত জ্যৈষ্ঠের পূর্ণিমা রাত।
বাতাসেরা থাকত থমকে, রাত্রিরা হেঁটে যেত আড়ালে
তারাদের বুকে করে। আর আমার বুক জুড়ে থাকত
তোমার স্বপ্ন, কত স্বপ্ন আর স্বপ্ন।
অথচ আজ সেখানে কেবলই আঁধারের ঢেউ,
বালিয়াড়ি ব্যাঞ্জনার বিরান বেলাভূমি, ভেজা
বিষন্ন বাতাসের বিক্ষিপ্ত ছুটাছুটি, তবুও নিঃশব্দ,
বড্ড নিঃশব্দ, কেবলই নিঃশব্দ আঁধার চারিপাশ।