আসবে বলে একটি সকাল তার অপেক্ষাতেই ছিল মহাকাল,
সময় কি আর থাকে অপেক্ষাতে?
সময় গড়ায় সময় মেনে, কেউ তাকে রাখল কিনা মনে,
ভাঙ্গা গড়ার জীবন বিধান প্রেক্ষিতে।
কেউ কাছে থাকতে আকুল, দূরের ভাবনায় হচ্ছে ব্যাকুল!
জীবন কি আর চলে কেবল আবেগ দিয়ে?
বাস্তবতার কঠিন কষাঘাতে, থাকতে সময় মৃত্যু পূর্ব হাতে,
সম্মুখপানে পা বাড়াও আজ খড় কুটোকে নিয়ে।
সময় যে- সব সময়ই বিমাতা! অস্বীকার কি করবে এর বিধাতা?
তাই সময় কবে শুরু হল কিংবা শেষ-
আমার কাছে এর চেয়ে বড়, সময় থাকতে একটু সময় কর,
মরার আগে মরণ ভয়ে হোয়ো না নিঃশেষ।