যখন মন চায় অথচ দেহ দেয় না সাড়া
তখন মনে হয় আমি যেন কারো নই,
ভাল লাগে না তখন ফুল পাখি প্রকৃতি
ভাল লাগে না বন্ধু আড্ডা- কবিতার বই।
যখন সন্ধ্যা হয় অথচ আপন গৃহ থাকে দূরে
তখন মনে হয় আমি এক ঠিকানাহীন যাযাবর,
দিনের আলো পায় না দেখা সদ্য অন্ধকারের
দেহ থেকে প্রান গেলে রাখে না কেউ খবর।
যখন কান্না আসে তখন দুঃখরা থাকে চুপ
তখন মনে হয় আমার দুঃখ ছিল না কোন দিন,
পাহাড় কখনও পায় না আকাশের নাগাল
সুখ আসে না মনে থাকলেই চেরাগ আলাদীন।
সুখ দুঃখ হাসি কান্না সবই দেহ মনের খেলা
তবু আপন জনের নিঃস্বার্থ ভালবাসাটাই মুখ্য,
বিশ্ব ব্রহ্মাণ্ডের বুকে যত কিছু ধ্বংস আর সৃষ্টি
সব কিছুই জীবনের জন্য, নয় পক্ষ - বিপক্ষ।