তুমি তীরন্দাজ, তুমি তীরন্দাজ
আমি অভয়ারন্যের হরিণী,
তুমি শিকারী, তুমি শিকারী
আমি রক্ত ভেজা সরণি।

তুমি খুনি, তুমি খুনি
আমি নিরাপত্তাহীন জীবনে একা,
তুমি অবৈধ অস্ত্রধারী
আমি ধর্ষিত নারীর কান্না মাখা।

তুমি ডাকাত, তুমি ডাকাত
আমার সম্পদ আমার যৌবন,
তুমি নির্দয়, তুমি নির্দয়
আমি যেন লুন্ঠিত এক মৌবন।

তুমি হিংস্র, তুমি হিংস্র
আমি হিংসা বিদ্বেষহীন এক নারী,
তুমি পাষাণ, তুমি পাষাণ
আমি ভালোবেসে মরতে পারি।

তুমি মিথ্যুক, তুমি মিথ্যুক
আমি সহজ সরল, ভাবি সব বুঝি সত্য,
তুমি প্রবঞ্চক, তুমি প্রবঞ্চক
আমি সাধারণ নারীর চির চেনা কথ্য।

................................................................................................
অনেক দিন পরে এলাম তোমাদের কাছে। দেরীতে হলেও বাংলা নব বর্ষের শুভেচ্ছা জেনো।