আমি অবরোধেও একলা পথে হাঁটি
ভাবি- আছে আমার জীবন বীমা,
জীবন গেলে দেহ যে হয় মাটি
অর্থ দিয়েও হয় যে ভুলের প্রতিমা।
আমি মানুষ নিরেট সাদা-সিধা
জীবন কি যায় অর্থ দিয়ে কেনা,
তবুও প্রিমিয়াম দিচ্ছি মাসে বাঁধা
জানি না কার থাকছে তাতে দেনা।
‘জন্মিলে মরিতে হয়‘ এটা চির সত্য
তবু কেন এই জীবন বীমায় ছোটা,
নিভৃতে জীবন ছাড়ছে সাধের মর্ত্য
ইচ্ছে করেই ভাবছি তবু মরণ যেন ঝুটা।
তাই বীমা নিয়ে ভাবছি না আর বসে-
ভাবছি- মৃত্যুহীন এক নিরাপদ সড়ক,
তাতেই কাটবে অকাল-মৃত্যু শেষে
লাগবে না কোন জীবন বীমার মোড়ক।