ডালিম ফুলের রক্ত ঝরা রঙে
সন্ধ্যারাগে ছড়ায় যেন আবির,
এমন ফুলের ভালোবাসার সঙ্গে
হারায় যে মন মত্ত হয়ে কবির।
গাঢ় সবুজ পাতার মুক্ত বুকে
লাল রঙটা কোথায় পেল ফুল,
এ যেন পতাকার রঙটা মেখে
লাল সবুজে হয়েছে সে আকুল।
এমন অনেক ফুলের বাহারিতে
হেথা লাল সবুজের প্রাধান্যটাই বেশী,
তাইত আমরা স্বাধীন বাংলাদেশে
সকল বর্ণের মানুষ বাঙলাদেশি।
..................................................................................
গতকাল গেল পতাকা দিবস। এই লাল-সবুজের পতাকার উপর ছোট্ট কবিতাটুকু লেখে পোষ্ট করতে করতে দেরী হল, কারন নেটের বিড়ম্বনা!