ফাগুন চলে যায় ফাগুনের মতই
আগুন ঝরিয়ে দিনে দিনে,
আমি সেই আজও কারও প্রতিক্ষায়
কেউ তো নিল না চিনে।
শীতের শেষে ফাগুনের উষ্ম হাওয়ায়
পাতারা যায় ঝরে ঝরে,
আমার ব্যাথারা আজও ঝরে পড়ে না
কেবল সময়েই যায় বেড়ে।
কোকিলের গান শুনে কখনও মনে হয়
গেয়ে উঠি জীবনের গান,
হৃদয়ের গভীরে দগদগে কষ্ট লাগা ঘায়ে
বাজে না মন্দিরায় আহত প্রান।
পাতা ঝরা শেষে নতুন করে রঞ্জিতে আবার
ঘন সবুজ হবে শুষ্ক বন,
কে জানে কোথায় কখন কবে হারাবে এই
একার বাঁধনে পড়া নিঃস্ব মন।
কাটে কাটুক একা এই ফাগুন ভরা দিন
ক্ষতি নেই থাক বুকে তৃষ্ণা,
জানি একদিন ফাগুন এসে ডাকবে আমায়
আমি তাকে ভালবাসি কিনা।