এখন আমার বড্ড দুঃসময়!
আমি প্রভাতের নতুন সুর্যের কাছে ক্ষমা চেয়েছি
সে ক্ষমা করে দিয়েছে, আমি সন্ধামালতি সন্ধ্যার
কাছে ক্ষমা চেয়েছি সে ক্ষমা করে দিয়েছে, আমি
রাত্রির শুক্লাদশি চাঁদের কাছে ক্ষমা চেয়েছি
সেও ক্ষমা করে দিয়েছে। আর চরম সত্য স্রষ্টার কাছেও
ভুল করে ক্ষমা চাইলে তিনিও ক্ষমা করে দেন, জানি সে
ক্ষমাটকুও পেয়েছি। অথচ তোমার কাছে বার বার ক্ষমা চেয়ে
মিনতি করেও ক্ষমা পেলাম না, এ আমার চরম আফসোস্!
এখন আমার বড্ড দুঃসময়!
আমি বনসাই মন নিয়ে কি ভাবে ভালোবাসতে হয়
জানি না। এয়াকুরিয়ামে সাঁতারকাটা মাছের জীবন
নিয়ে কি ভাবে সারারাত বাকহীন প্রেমের কথায় ভেসে
যেতে হয় শরীরে কামনার জ্বর নিয়ে তাও জানি না।
এও তো জানি না কি ভাবে সো-কেসে আঁটা পুতুলের
মন নিয়ে পলকহীন চেয়ে থাকতে হয় ভালোবাসার
মানুষের চোখের দিকে। এই কি আমার অপরাধ আমি
চেয়েছিলাম রক্ত মাংসে গড়া নারীর মন নিয়ে বাঁচতে?
এখন আমার বড্ড দুঃসময়!
ভালোবাসা দিয়ে সাজানো একটা ঘর আছে আমার,
অথচ সে ঘরে মন উপচানো আদর সোহাগ কিছুই
খেলা করে না। তাই মন থেকেও নেই,স্বপ্ন আছে,
তবে তা যেন দুঃস্বপ্নে ভরা আগামির পথ। অনেক কষ্টে গুছানো
একটা আলোকিত পৃথিবী আছে আমার, অথচ সে পৃথিবীতে
এখন রঙ আর রংগহীন অন্ধকার কেবলই অন্ধকার। তাই
জীবন যেন থেকেও নেই, সময় চলে যাচ্ছে ঠিকই, তবে সে
সময় বড্ড দুঃসময়ে ভরা। অথচ তুমি তা বুঝেও বুঝলে না!