-
হে
খোদা
আমরা
আর কত
করে কাঁদব
একটু শান্তির
জন্য বারং বার,
দাওগো নাজাত দাও,
নইলে যে বিলিন হচ্ছে
মুক্তি যুদ্ধের অহং কার।
স্বাধীন দেশে এত খুনা খুনি
অনাকাঙ্ক্ষিত কী রক্তের বন্যা,
গায়েবী আঁধার থেকে কেবল শুনি
ছেলে হারা অচেনা মায়ের কষ্ট কান্না।
আর কতকাল কাঁদবে বল মা আমার
আর কতকাল কাঁদবে বল বাংলাদেশ!
তুমি দেখাও সে পথ যে পথে হাঁটলে জাতির
মঙ্গল হবে, আর কষ্টের কান্না গুলো হবে শেষ।