শীতের ঝরা পাতার সাথে মনটা কিছুক্ষন
আটকে ছিল। তারপর রোদেলা বাতাসে
একদল রঙ্গিন প্রজাপতির সাথে উচ্ছল
উড়াউড়ি, সারেঙ্গী নাচানাচি করতে করতে
গুঁড়িয়ে যাচ্ছিলাম পৌষ ক্লান্ত মাটির সাথে।
জ্যোৎস্না ক্লান্ত শিশির বিন্দুর সাথে দৃষ্টি
কিছুক্ষন বাঁধা পড়েছিল। তারপর সূর্য
ছটায় মুক্তোর উজ্জ্বলতায় সোনালী ধানের
শীষে ভেসে থাকতে থাকতে কাস্তে হাতে
অগ্রাহায়ন কৃষকের হাতের মুঠোয় হারিয়ে
যাচ্ছিলাম ফসলী সম্ভার হতে।
নির্জন রাতের শিহরিত শব্দের সাথে উৎকর্ণতায়
থমকে ছিলাম কিছুক্ষন। তারপর আঁধারের
শরীরে তারাদের মিটিমিটি চুম্বনের স্বাদ গ্রহন,
একটা মনের সাথে আর একটা মনের ধাক্কা
পেতে পেতে কেমন হারিয়ে যাচ্ছিলাম বিরহী
কবিতার মাঝে।
তবুও জীবনের রকমফেরে কখনো মনে হয়
ভালই হত যদি হতে পারতাম শীতের ঝরা পাতা,
ভালই হত যদি হতে পারতাম জ্যোৎস্না ক্লান্ত
শিশির বিন্দু, ভালই হত যদি হতে পারতাম নির্জন
রাতের শিহরিত শব্দ। তাহলে জীবন হত জগদম্বা।