প্রতীক্ষা বরাবরই দীর্ঘ হয়, কিন্তু সময় তো আর বসে থাকে না।  
তাই একটা দিন, একটা মাস, একটা বছর আসবে আসবে করে
এসেই যায় আবার  কিছু স্মৃতির জন্ম দিয়ে চলেও যায়।

এই যে ২০১৫ ইংরেজি সালটা আর তার প্রথম প্রহর ০০:০১ এ এম
নিয়ে কত অপেক্ষা, কত ভাবনা, এত আয়োজন তাকে ঘিরে তা যেন
মুহুর্তে অবসান হল দীর্ঘ অজানা পথকে সামনে রেখে।

তাতে আমার কি হল? সেইত সময় করে জ্যাম ঠেলে সকালে
সময় মত অফিসে যাওয়ার তাড়া, সেইত মাস শেষে বেতনের
ক’টা টাকা নিয়ে অভাবের সাথে সমঝোতা করা আর স্ত্রীর চোখে
হতাশার মেঘ দেখা।

পৌষের কুয়াসায় ঢাকা সূর্য, সেইত সড়ক দুর্ঘটনায় কিছু অকাল মৃত্যু,
সেইত হরতাল আর মিছিলে স্থবিরতার জনজীবন, সেইত পার্কে
বেওয়ারিশ মানুষের নগ্ন আকাল ঠিকানা আর নিয়ম ভাঙ্গার প্রতিযোগীতা।

তবুও সময়ের আবর্তে নতুন বছর আসে আবার পুরনো হয়ে তা
ফিরেও যায়। স্বপ্নরা আসে স্বপ্নরাও ফিরে যায়, ভালবাসারা আসে
আবার ভালবাসারাও ফিরে যায়, তবুও ভালবাসার সাধ জাগে। শুধু
বুঝি না কেন যে কেবল অভাব ফিরে যায় না বরং তা যেন বেড়েই
চলে প্রতিদিন। তার পরও প্রতীক্ষায় থাকি একটা সুন্দর নতুন বছরের জন্য।

ঢাকা।
০১/০১/২০১৫