এ মায়াটুকু ঘটা করেই আর বাড়াতে চাইনি আমি,
পুরাতনকে পিছু ফেলে যতই আসুক নতুন নতুন বছর।
এতদিন তাই অনেক ছলনায় শূণ্যতা নিয়ে থেকেছি দূরে
দূরে যেন বুকের মাঝে তোমাকে খোয়ানোর কষ্টটা ভারী
পাথর না হয়ে যায়।
এ আনন্দটুকুর ভাগ আমি আর পেতে চাইনি। এতদিন
তাই অভাবের সাথে ভাবের সখ্যতায় বেশ মানিয়ে নিয়েছিলাম
নিজেকে। যদিও খবর পেতাম আমাকে ছাড়া পাশ্চাত্যের
হাওয়ায় দুঃখরাও এখন আর নাগাল পায় না তোমার। বেশতো
তুমি ভালই আছ, ভাল থেকো।
বছরের প্রথম দিনে এ ভাবে পুরনো পরিচয়ে আমি আর
দাঁড়াতে চাইনি তোমার সামনে। প্রথম প্রেম, প্রথম ভালবাসা-
এ সব কবিদের তৈরী বাড়তি আবেগীয় কথা অথবা মনের
ভেতরে মননের খোঁচাখুঁচি। এতদিন তাই স্বপ্নহীন মন দিয়ে
ওজন করা প্রায় শিখেই গিয়েছিলাম নিজেকে স্বার্থপর করতে।
এ ভাবে নতুন দিনের প্রতিযোগীতার সময় নিয়ে আবার কোন
নতুন ভাবনায় জীবন কাটুক চাইনি। এতদিন তাই কর্পোরেট
আচার ভুলতে বসেছি, কাঁচাবাজারেও যাই না। নেমন্ত্রন এড়িয়ে
চলি। বরং এখন আমাকে মনে করে কেউ নেমন্ত্রন করেও না।
তাই ভালই ছিলাম নিভৃতের সময়গুলিকে বোতামহীন
সেফ্টি পিনে আটকিয়ে।
ডুকরে ডুকরে কাঁদব না বলেই ভালবাসাকে বদ্ধ শেকলে
নির্বাসন দিয়েছিলাম। অনেক কেঁদেছি আর কাঁদতে চাই না।
কি হবে চোখের ঝাপসা দৃষ্টিতে তোমাকে নিয়ে বুকে আগলানো
ফেলে আসা দিনের ছবির দিকে চেয়ে থেকে! এতদিন দুঃখের
সাথে অসুখের আত্মিয়তায় তাই কান্না করা ভুলতে চেয়েছি যেন
কবর খোদাই জীবনের মায়ায় আর না জড়াই।
...............................................................
সকল কবি বন্ধু এবং “বাঙলা কবিতা”র এডমিন মহোদয়দের ইংরাজি নববর্ষ-২০১৫ এর জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা। যাঁদের আমরা হারিয়েছি তাঁদের আত্মার শান্তি কামনাসহ যাঁরা শারীরীকভাবে অসুস্থ আছেন তাঁদের জন্য আরোগ্য লাভের প্রার্থনা রইল। স্রষ্টা আমাদের সকলের মঙ্গল করুন।