-
যে
দ ম্ভ
বি জয়
মাস নিয়ে
এত কথার
বাহারি ফুলঝুরি,
দেখি প্রকাশ্যে তার
শরীরে মারছে ছুরি।
এ কেমন দেশের প্রেম
আর এ কেমন ভালবাসা,
যদি না পদ্মা মেঘনা ছাপালো
আকাশে উড়লো নির্ভয়ে কপোতী
যদি না উতল হল সিন্ধু বিপাসা।
কত জল তো গড়ালো বঙ্গোপসাগরে
কত সময় গড়িয়ে গেল কালের গর্ভে,
চোখের জল গড়াল স্মৃতির সৌধে অঘোরে,
তবু দেশ প্রেম হল বইয়ের পাতায় বন্ধ,
বুকের খাঁচায় রইল না বিজয়ের প্রেম গর্বে,
“দ্বি-জাতি তত্ত্ব” ভূতে জাতিতে যেন বাড়ছে দ্বিধা-দ্বন্দ্ব।