জ্যোৎস্না ছিটানো খুব সাদামাটা উন্মাদনা,
তপ্ত ঘামে সময় নিংড়ানো বাহারি প্রণোদনা।
শকুনের ঠোঁটেও দেখি অতৃপ্তির পিত্ত বমি,
এখন যেন কাঁপছে স্বদেশ, কাঁদছে প্রিয় জন্মভূমি।
রোদ লেপানো আঙ্গিনায় ঘন কুয়াসার কচ্লানি,
খন্ড কম্বলে আহাজারি উন্নাসিক অসহায় ভেংচানি।
পান্তায় নুন ফুরানো যত সব কাগুজে দারিদ্র মোচন,
দেশে রাজনীতির আড়ালে চলছে উদ্দ্যোগতার ভুঁড়িভোজন।
উড়াল সেতু কাতাকুতু উড়াল ট্রেনের আঁকুপাঁকু নব্য হাওয়া,
নিভৃতে নাগরিক ধড়ে হচ্ছে তবু অসুস্থ প্রানের আসা যাওয়া।
সম্ভ্রম নিয়ে শংকিত আজ ফ্ল্যাট বাড়ি থেকে নোংড়া বস্তি,
সভ্যতার মাঠে অপুষ্ট বীজে অসুস্থ আজ যেন মজ্জা অস্থি।
বিপন্ন রাত, বিপন্ন মেধা, বিপন্ন যেন আগামী নতুন দিন,
বিপন্ন সুকতলায় পা গলিয়ে ভাবি একি কেবল আমার ঋণ?
রাজ্য আছে, রাজা আছে, আছে রক্তে কেনা রাজসিংহাসন,
আর কতকাল ক্ষুধায় কাতরাবে সোনার বাংলার জনগন!