আমি স্বপ্নের কথা বললে- তুমি বল
বাস্তবতার কথা। আমি বাস্তবতার কথা
বললে- তুমি খুঁজো বাজি ধরা উদাহরণ
এবং সত্য প্রমান।
আমি প্রেমের কথা বললে- তুমি বল
বিরহের কথা। আমি বিরহের কথা
বললে- প্রনয়ের বৃষ্টিতে ভেজে তোমার
মিলনের জলরং ছবি।
আমি অভাবের কথা বললে- তুমি বল
প্রাচুর্যতার কথা। আমি প্রাচুর্যতার কথা
বললে- বিত্ত বৈভবের মালিকানায় তুমি
হও অকাল শংকিত।
আমি শান্তির কথা বললে- তুমি বল
অনাকাঙ্ক্ষিত কষ্টের কথা। আমি কষ্টের
কথা বললে- তোমার কাছে আমার বয়স
থাকে থমকে টগবগে একুশে! অথচ বয়স
এখন আমার নিত্য ঔষুধে।