ও কি বড্ড অভিমানী ছিল, না-বদ রাগী? হয়ত রাগটা একটু ছিল,  
কিন্তু সেটা নিশ্চই ছিল নিয়ন্ত্রিত এবং শৈল্পীক। আর পুরুষ মানুষের
একটু আধটু রাগ না থাকলে মানায়ও না। চোখের সাথে গোঁফের কি  
সম্পর্ক? গোঁফ-দাড়ি বলে তবুও একটা কথা আছে। কিন্তু এর পরও
তাঁর গোঁফ আর চোখ দেখে বুঝা যেত না এই মানুষটার বুকের
মধ্যে ভালবাসার বিশাল একটা নদী ছিল।

না- ঐ নদীতে একটুও চর পড়তে দেয়নি সে, পাড় ভাংগেনি, ঘাট
ভাংগেনি। বরং ভালবেসে আজীবন কত প্রেমের হাট বাজারে কত
রসিক প্রেমিক প্রেমিকাদের এপার ওপার করেছে খেয়া পারাপারে।
বুকের মধ্যে হয়ত কষ্টরা বাসা বাঁধতে চেয়েছে, তবুও চায়নি ছেড়ে দিতে  
পুরনো নদীর ঘাট। মানুষ, প্রকৃতি, জল, নদী, নৌকা আর তার হাল
ধরে সঠিক পথে আলো খোঁজা যার অভ্যেস-সে কি ছেড়ে দিতে পারে
ভালবাসা, আলোকিত পথ আর অনন্য প্রকৃতি?

ভালবাসত সে ছোট ছোট না বলা জীবনবোধ, ভালবাসত আকাশ,
আলো, আঁধার, প্রকৃতি, সাগর, পাহাড়। আর পাহাড় ভালবাসা
মানেইতো পাথরকেও ভালবাসা। সেই পাথরের এক খন্ড তার ভালবাসার
প্রতিদান দিতে হয়ত অপেক্ষায় ছিল। এ অপেক্ষা আরও একটু দেরী হলে
কি বড্ড ক্ষতি হয়ে যেত বিশ্বচরাচরের?

কে জানে! হয়ত সে জন্যই তাকে সে ভালবাসার পাথর আঘাতে অকালে
চলে যেতে হল সকলকে অশ্রু জলে ভাসিয়ে। মানসিক ভারসাম্যহীন গভীর
ভালবাসার মানুষটি হয়ত কোনদিন আক্ষেপের অনুতাপে জলও ঝরাবে
না দু’চোখ গলে। হয়ত মনেও করতে  পারবে না ভালবাসার মানুষটিকে
সে কিভাবে বিদায় দিয়েছিল চিরদিনের জন্য।

সেই একজন ভালবাসার মানুষ না ভাবুক, কিন্তু তোমার খেয়া পারারপারে
দীর্ঘদিন চলাচল করা হাজার প্রেমের যাত্রি আজও আছে। যারা নিভৃতে,
প্রকাশে, সময়ে অসময়ে, আচার অনুষ্ঠানে তোমার ভালবাসার নদীতে নামবে,
সাঁতার কাটবে, খেয়া পারাপারের ফাঁকে নদীর সান্ধ্য পাড়ে বসে আড্ডা
দেবে, এপারে এবং ওপারে। সে একই নিয়মে প্রেমের হাটবাজার বসবে,সময়
হলে আবার ভাঙ্গবে, আবার বসবে। সেখানে তুমিও থাকবে তোমার মতই।  
..................................................................................

কবি বন্ধু দেবাশিস সেন তোমাকে বড্ড মনে পড়ছে। অনেক কবিতায় তোমার সাদামাটা অথচ গভীর মন্তব্যগুলো বড্ড মনে পড়ছে। মনে পড়ে তোমার সাথে আমার প্রথম পরিচয় হয় আমার কবিতা ০৫/১০/২০১৩ এ লেখা “তোমারই জন্য” এর মাধ্যমে। তারপর ফেবুতেও কথা হত। কি আর বলব, এখন প্রায় নেচেড়ে দেখছি আর ভাবছি শেষ ০৬/১২/২০১৪, আমার কবিতা ”মুক্তির কবিতা”। এ লেখায় তোমার শেষ মন্তব্য লিখে যেন কবিতার শিরোনামের মতই জীবন থেকে মুক্তি নিলে। ভাবতে ভীষণ কষ্ট হচ্ছে। এ কেমন কাকতালীয়, যেমন তোমার শেষ লিখা কবিতাও জেনেছি ছিল “নিদ্রা”।  

তুমি কখনও পলক, কখনও কবি বন্ধু, কখনও শুধু বন্ধু বলে কাছে টানতে কবিতার পাতায়। তোমার সাথে স্বশরীরে সাক্ষাতে কোনদিন কথা হয়নি বটে, কিন্তু তারপরও  তুমি ছিলে অতি নিকট জনেরই একজন। আজ তোমার অনুমুতি ছাড়াই আমার কবিতায় তোমার লেখা কিছু কিছু মন্তব্য আবার স্মরণ করছি আর তোমাকে ভাবছি। কষ্ট পেয়ো না বন্ধু, তুমিও আছো আমাদের সাথে সে আড্ডায় আগের মতই।


আমার লেখায় কবিবন্ধু দেবাশিস সেন এর কিছু মন্তব্য

তারিখ                 কবিতা                মন্তব্যসমূহ
০৬/১২/২০১৪ মুক্তির কবিতা- সুন্দর এই বিশেষ আঙ্গিকের কবিতা।
২৯/১১/২০১৪ কষ্ট হচ্ছে- কি গভীর অনুভূতি। আর তার সুন্দর প্রকাশ। শুভেচ্ছা কবি
২৭/১১/২০১৪ জন্ম দাগ- স্মৃতি অতীত হয়েও বর্তমান...সুন্দর কাব্যরূপ।
২২/১১/২০১৪ নারীর রুপ- মরি মরি...
১৫/১১/২০১৪ সবখানেতেই বাংলাদেশ- একটার পর একটা পিরামিড। আপনাকে মিশরীয় কবি ভাব্ব কি না ভাবি।
১২/১১/২০১৪ ভালবাসা- গভীর প্রেমের কবিতা। ভাল লাগল বন্ধু।
০৮/১১/২০১৪ কলঙ্ক মুক্ত দেশ- কি বলি উদ্বিগ্ন কবির কাব্য নিয়ে !
০৭/১১/২০১৪ ধীরে ধীরে নামছে পর্দা- চেতনা কবিতা। শুভেচ্ছা কবি বন্ধু।
২৬/১০/২০১৪ স্বাধীনতায় মেলেছে ডানা- দুরদান্ত আকারে, ভাষায়, বিষয়ে
১৮/১০/২০১৪ পরমপরা- দেখতে যত সুন্দর পড়তেও তত!
২৮/০৮/২০১৪ মৃত্যু হোক তোমার মধ্যে- তার কাছে সম্পূর্ণ নিবেদন...কয়েকটি শব্দে...কবি বন্ধু ভাল থাকুন।
২৪/০৮/২০১৪ পা- সুন্দর আঙ্গিকে শক্ত পোক্ত পা! শুভেচ্ছা নিও কবি।!
১৩/০৬/২০১৪ নিভৃত আক্ষেপ- অভিমানী কবিতা...। এ আর এক প্রকাশ।
২০/০৪/২০১৪ আলোর ভিক্ষা- মধুর অসমাপ্ত কথা
৩০/০৩/২০১৪ ফিরে এলাম-২- কবির চোখে দেখলাম কবির দেখা প্রকৃতি
২৪/০৩/২০১৪ ডাক্তার- ডাক্তারদের প্রত্যাশা পূরণ করেছ কবি কিন্তু ডাক্তারদের কাছে সাধারণের
মানুষের প্রত্যাশা ইশ্বরের কাছে প্রত্যাশা থেকে কম নয়।
১৩/০৩/২০১৪ টি-২০ বিশ্বকাপ ও ঝিলপাড়ের কবিতা- প্রকৃতি কে রক্ষা করতেই হবে এই শিশুদের জন্য আগামী দিনের জন্য। সুন্দর প্রকাশ।
০৪/০৩/২০১৪ কোকিল জীবন- ভাবব না বলেও এত ভাবা কবি একেই বলে জীবন। সুন্দর লেখা
০২/০৩/২০১৪ হোকনা সে একতরফা- একতরফা হোক এক পলক ত দেখ পলক কবিকে। ভাল লাগল কবি।
২৫/০১/২০১৪ শেষ কবিতা- অস্তিত্বের রক্ষা চিরন্তন ইচ্ছার কাব্যরূপ
২০/১২/২০১৩ কামনা- বেশ কবিতা কিন্তু ভাল গোলেমালে গোলেমালে পীরিত করো না।
০৫/১০/২০১৩ তোমারই জন্য- সুন্দর।