-
১
এ র
পিঠে ৬
ষোল হয়,
সে মোদের
চিহ্ন বিজয়।
১৬ ডিসেম্বর
এ বিজয় দিবস,
অমূল্যে গাঁথা দিন,
থাকবে হাজার বরষ-
প্রত্যয়ে শুধিতে রক্ত ঋণ।
যাঁরা করেছিল মুক্তি যুদ্ধ,
ভাঙ্গতে শেকলে পা অবরুদ্ধ।
আনতে স্বধীনতা গড়তে শুদ্ধ-
জাতীয়তা আর আগামী ভবিষ্যৎ,
তাঁদের জানাই শত হাজার সালাম।
লাল সবুজের ঝান্ডা উড়াই পত্ পত্,
১৬ ডিসেম্বর যেন বুকে পবিত্র কালাম।