-
ঐ
লাল
সূর্যটা
সবুজের
বুকে ভাসছে,
আমার পতাকা
দেখো নির্ভয়ে আজ
মুক্ত বাতাসে উড়ছে।
এ পতাকা আমার গর্ব।
শহীদ যোদ্ধার শেষ চিহ্ন,
বীরাঙ্গনা মা’র শান্তি আঁচল।
এ পতাকা ছাড়া আর কোন ভিন্ন
পতাকা চায় না এ হৃদয় অঞ্চল।
লাল সবুজের এই পতাকা উড়ুক
পত পত করে বাংলাদেশে প্রতিদিন
জাতীয় সংগীতের সুরে হৃদয় ভরুক
শুধিতে শহীদ মুক্তি যোদ্ধার ঐ রক্তের ঋন।
ওপার থেকে শহীদ যোদ্ধারা দেখুক এ পতাকা,
সবুজ মাঠ ভরে লাল সূর্যে কি ভাবে রয়েছে আঁকা।
বুকের রক্ত ঢেলে ঐ পতাকা রাখব চির সমুন্নত,
প্রান থাকতে শত্রুর কাছে করব নাকো এই মাথা নত।