-
হৈ
করে
কি হবে
আর বল?
যদি মনের
থেকে সর্বক্ষন
থাকে কেউ দুর্বল।
তাহলে হয় না কোন
প্রতিবাদ বা আন্দোলন
তাতে কথাই হয় যে সার,
অযৌক্তিক দাবীতে শক্ত মন
চোখের আড়ালে ভাঙ্গে বার বার।
যতই লাগাও পোষ্টার বা ফেস্টুন,
চাইবে তারা গনতন্ত্রটা হোক খুন,
যতই লাগুক নিরন্ন ক্ষুধার আগুন।
তাইত সামন্তবাদীর ভাঙ্গতে কালো হাত,
যৌক্তিক দাবী নিয়ে দাঁড়া রাজপথ ফুটপাত।
সাহস নিয়ে শক্ত মনে কর জোরালো প্রতিবাদ,
দেখবি তখন দাবীর মুখে বর্জুয়া হবে নিপাত।