-
যে
গান
দোয়েল
পাখি গায়
ঢেউ খেলানো
মাঠের বন্দরে,
দিনে রাতে অন্তরে,
সে বাংলাদেশের গান।
নৌকার মাঝি, মাঠের চাষা
কলের শ্রমিক একই ভাষা
সে যে প্রানের প্রিয় বাংলা ভাষা
বিশ্বের বুকে সকল ভাষার প্রান।
ভাষার জন্য রক্ত দেয়া এমন জাতি
আর একটিও নেই বিশ্বের ইতিহাসে,
এ ভাষার ছন্দ নিয়ে জাগছে কবি দিবা রাতি
এই ভাষাতেই মুগ্ধ হয়ে কোলের শিশু হাসে।