-
ও
মুলি
বাঁশের
বাঁশি তুই
অমন করে
আর কান্দিস না।
কান্দিস না দোতারা
কান্দিস না একতারা,
ঐ ৭১ এর যুদ্ধ থেকে
না ফিরুক মোর বাপ হারা
উত্তাল মুক্তি যুদ্ধের সন্তান।
দুঃখ ব্যাথা ভুলে গারে তোরা গা
তাদের বীরত্ব নিয়ে দেশের গান।
সে সুরে তারা থাকবে বেঁচে আজীবন
সোনার বাংলায় এ সোনা ফলা মাটিতে,
তোদের সুরে ধরার বুকে লাগবে কাঁপন
দূর আকাশে তারা হোয়ে জ্বলবে তারা রাত্রিতে।
তাই ছেলে হারা শোকে তোরা কান্দিস না পথে পথে,
এক ছেলে মরলেও কত ছেলে পেয়েছি শতে শতে।