-
দে
পাল
বাতাসে
উড়াইয়া
দেরে মাঝি
নৌকা তোমার
ভাসুক সাগরে,
যেখানে যাও মাঝি
বন্দর থেকে বন্দরে।
সেখানেই দেখবে তুমি
বাংলাদেশের মিষ্টি মুখ,
যে মুখ সকল দেশের সেরা,
গর্বে তোমার ভরে উঠবে বুক
মনের ভেতর পাবে মায়ের সাড়া।
ঘুরে ঘুরে যেখানে যাও ভেসে ভেসে,
বাংলার এ বুকেই আসবে ফিরে শেষে।
যার মাটির তলে ঘুমিয়ে এ জাতির পিতা,
পালের হাওয়াও জানেরে সেই দেশের কথা।
তাইত নৌকা ফিরে ফিরেই আসে এ সাগর জলে,
ও মন মাঝি তুই দেশ বিদেশে বল সে কথা খুলে।