রোদ পোড়া দিনও বোধ হয় খুঁজে একটা অবসাদ পেরিয়ে
শান্তিময় ঘর। তাইত বিকেলের ঘাড়ে চেপে আস্তে আস্তে
সন্ধ্যার আংগিনায় এসে উপস্থিত হয়। তারপর কাদম্বরী রাত
এবং স্তব্ধতা।
বালুকা বেলায় পরাবর্ত ঢেউ আর নোনা বাতাসের প্রচ্ছন্ন
বিবাগী সুর নিয়ে সাগর যখন হাঁপিয়ে উঠে, তখন জোয়ারের
উন্মত্ততায় যেন দীর্ঘশ্বাস ছাড়ে -ভেতরের চাপা ক্লান্তিকে
উগলে দিয়ে স্বস্তি খুঁজতে।
তেমনি সারা দিনমান কাজ আর কাজ নিয়ে ব্যস্ত
থাকতে থাকতে মন পুড়ে, ভীষণভাবে মন পুড়ে প্রিয় ঘরে
ফেরার জন্য। পথের দূরত্ব, ট্রাফিক জ্যাম, শব্দ দুষনের
বিড়ম্বনা ঠেলে প্রিয় ঘর বড্ড কাছে টানে।
ক্লান্তি আর অবসাদ ছুঁড়ে ফেলে ঢিলেঢালা পরিচ্ছদে
শরীর পেতে চায় প্রিয় বিছানা, প্রিয় মুখ আর একান্ত
কিছু প্রিয় সময়। প্রনিহত রাতের কাছে থাকে
দীর্ঘ বিহ্বলতার কামনা। তবুও রাতটা ছোট হয়ে যায়।