-
এ
সেই
সময়
ডিসেম্বর,
যে মাস ছিল
বিজয়ের মাঝে
অতি ভয়ংকর!
তবুও হল বিজয়,
জয় এ বাংলার জয়।
আমরা পেলাম স্বাধীনতা,
শত্রু মুক্ত হল বাংলাদেশ।
বাংগালীরা আজও সাদাসিধা,
তাই মুক্ত হয়েও মুক্তি নিরুদ্দেশ।
বিজয়ের মাসে বসে ভাবি সেই কথা,
কবে হবে লেখা শেষ মুক্তির কবিতা।