শীত ছুঁয়ে যাওয়া ঘোলা আয়নায়
নিজের চেহারার মধ্যে তোমাকে দেখি।
রোদ ঘষা বিকেলের প্রলম্বিত
নিজের ছায়ার মধ্যে তোমাকে দেখি।
ফড়িং দিঘির ঢেউহীন ঘাটলা জলে
নিজের প্রতিবিম্বের মধ্যেও তোমাকে দেখি।
শরতের আকাশে তুলো মেঘের
প্রান্তিক রেখায় আঁকা দেখি তোমার মুখ।
সমুদ্রতটে জোয়ারের ফেলে যাওয়া ভেজা
জল ছবিতে দেখি তোমার খড়ি কয়লার মুখ।
আমি এখন আর কাউকে দেখি না। কেবল
তোমাকে দেখি, তোমার মিষ্টি মুখ দেখি,
আঁধারের আয়নাতে, আলোর বন্যাতে,
সামনে পেছনে, ডানে বামে
নিক্ষিপ্ত দৃষ্টির বৃষ্টি জালে।