অমাবস্যাকে বলেছি- এবার চাঁদকে তুমি নও,
আমি চুরি করতে চাই।
যার রূপের ছটায় আমি খুন হয়ে যাচ্ছি
অহর্নিশি বার বার।
শীতের কুয়াশা সকালকে বলেছি- এবার সুর্যকে
তুনি নও, আমি প্রথম আলিঙ্গনে জড়াতে চাই।
যার শিহরিত উষ্মতায় আমি ওষ্ঠ ভেজাতে
ওষ্ঠাগত হচ্ছি অনুক্ষণ।
সন্ধ্যার আকাশকে বলেছি- সিঁদুরে রঙ এবার
তুমি নও, আমি তা কৌটায় পুরে রাখতে চাই।
ঐ রঙ সিঁথিতে পরাইনি বলে আমি আজও
প্রেমের খোঁটায় জর্জরিত হচ্ছি অভিসারে প্রতিদিন।
রাতকে বলেছি- শিউলী ফুলের গন্ধ তুমি নও,
আমি আমার সারা গায়ে মাখতে চাই।
ভালবাসার কথায় মিষ্টি গন্ধ ছড়ায় না বলে
আমি আজও বলতে পারিনি তাকে-ভালবাসি।