-
                                ও
                               বন্ধু
                             কাজল
                            ভ্রমরারে,
                         ওরা কি জানে,
                        সকাল  বিকাল
                       তোমার গুন গুন
                     গানের মাতাল সুরে,
                   যে বন্দনা পড়ছে ঝুরে,
                  সে যে বাংলাদেশের গান?
                সে গানের সুরে মাতাল হয়ে
               নিরালায় কান্দে আমার পরান।
             মাঠ  প্রান্তর  সাগর  পাহাড়  জুড়ে-
         এত শোভা এত মায়া আছে কোন দেশে,
         যেখানে  স্বপ্ন আমার আকাশ পারে মেশে,
       সে দেশের গান তোমার কন্ঠে বেড়ায় ভেসে।
      যেখানেই  তুমি  থাক  না  কেন  বিশ্ব চরাচরে,
     তোমার   মিষ্টি গান শুনে  যেন সবার মনে পড়ে,
   তুমি  ভাল বেসে  গাইছ  শুধু  বাংলা  দেশের  গান,
যে দেশ স্বাধীন করতে হারিয়ে  গেছে লক্ষ কোটি প্রান।