অতিষ্ঠ এ মন প্রকোষ্ঠে
অনেক কথারা আছে কষ্টে।
রাতের পর রাত দিনের পর দিন,
আছে তারা কন্ঠহীন।
পায়নি জিহ্বার ছোঁয়া,
পায়নি ওষ্ঠের কোয়া,
তাই জমছে হৃদয়ে উত্তেজনা।
সত্য বলবে বলে যে ক’জনা
পেল জনতার মঞ্চ,
আমজনতা আত্ম বিশ্বাসে পঞ্চ
আংগুলের হাত তুলে
শরীরটা হাওয়ায় দুলে দুলে
ভাবল স্রস্টা, ভাবল পঞ্চ পান্ডব।
অরক্ষিত হৃদয়ে হল খান্ডব
দাহন,
শাওন
এলো তবু দু’চোখে খরা বৃষ্টি,
কথারা কথার জন্য ঘটাল অনাসৃষ্টি।
তবুও পেলো না উৎকৃষ্ট পথ,
ভাঙ্গল জনসমর্থন, জনমত।
সত্য বলাটা থেকে গেল আড়ালে,
এমন করে পথের দিশারী হারালে
পথ কি আর আপন ঘরে ফিরে?
তাইত কথারা আজ কষ্টে কষ্টে মরে।
এভাবে চায় না সে পঞ্চ পান্ডব,
চায় না দাহ খান্ডব।
সত্য বলার জন্য না থাক অগ্রদূত,
কথারা জমে জমে কষ্টে হয়েছে আরও নিখুঁত।
হাওয়ায় ভাসিয়ে দেবে সেই কথার কবিতা,
সমাজের বঞ্চিতরা যেন শুনতে পায় তা
যে যেখানে আছে সর্বত্র।
সকল ধর্ম, বর্ণ, গোত্র,
কথা বলার জন্য যেন হয় একটি কথা,
সত্যের পায়ে নত থাক সকল মাথা।